আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
সম্মানিতরা,
আমি আমার হাজবেন্ড এর সাথের কনভারসেশন এখানে তুলে ধরছি দয়া করে জানাবেন এখানে তালাক হয়েছে কিনা, (অনুগ্রহ করে আমাকে বা আমার হাজবেন্ডকে এই কনভারসেশন থেকে জাজ করবেন না, আমি আমার হাজবেন্ড এর সম্মানার্থে বিস্তারিত শেয়ার করতে চাচ্ছিনা এখানে, যদি কখনো বিশেষ প্রয়োজন পরে ইংশা'আল্লাহ স্পেশাল কনসালটেন্সির মাধ্যমে জানাবো)
হাজবেন্ড: তোমাকে আমি ২য় তালাক দিতে চাচ্ছি।
তোমার ক্ষেত্রে আমার উপদেশের পার্ট শেষ,
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তোমাকে সময় দেয়া হয়েছিল,
তোমার এমন কোনো মুরুব্বি নাই তার মাধ্যমে তোমাকে বোঝানো সম্ভব, আর প্রহারের কথা তো চিন্তাও করি না।
তাই আমার পক্ষ থেকে শরীয়াহসম্মত সকল পদক্ষেপ শেষ
(বি:দ্র: তিনি আমাকে রাগের মাথায় ১ম তালাক দিয়েছিলেন আরও ২ মাস আগে এবং ওইদিনই ফিরিয়েও নিয়েছেন, হাজবেন্ড ওয়াইফ সুলভ সম্পর্কও হয়েছে।)
এরপর আরও কি কি যেনো হাজবেন্ড বলেন, ২, ৩টা সেন্টেন্স । কনভারসেশন পরে রিমোভ করে দিয়েছেন তাই ভুলে গিয়েছি।
আমি: আপনি যেটা ভালো মনে করুন।
হাজবেন্ড: ২য় তালাক
কনভারসেশন হয় ম্যাসেজে, এরপর আরও ম্যাসেজ হয় কিন্তু তালাক রিলেটেড কোন কথা হয়না, পরের দিন তিনি আমাকে ম্যাসেজ দেন তার রিপ্লাই দিতে একটু লেইট হয় বাচ্চা কান্না করছিলো বা আমি ওয়াশরুমে ছিলাম হয়তো, তখন তিনি বলেন - "তাহলে তোমার আরও গুরুত্বপূর্ণ কাজ আছে আমার টেক্সট চেক করা ছাড়া যেখানে এখনো ইদ্দত শেষ হয়নি, এইভাবেই তুমি সম্পর্ক শেষ করেছ দিনের পর দিন।"
এরপর তিনি সব কনভারসেশন রিমুভ করে দেন, এবং পরবর্তীতে এটা তালাক দেননি এবং তালাকের কোন শব্দ না বলে অস্বীকার করেন।
দয়া করে আমাকে জানাবেন, এটা তালাক হয়েছে কিনা।