* ড্রপশিপিং* হলো একটি আন্তর্জাতিক ব্যবসার মডেল, যার মাধ্যমে আপনি *বাংলাদেশে বসেই* বিশ্বের যেকোনো দেশে পণ্য বিক্রি করতে পারেন।
এই ব্যবসায় আপনাকে নিজে *পণ্য স্টক করতে হবে না * কিংবা *আগেভাগে কিনতেও হবে না *।
আপনার একটি নিজস্ব *ওয়েবসাইট* থাকবে, যেখানে কাস্টমাররা পণ্য অর্ডার করবে।
➡️ সেই অর্ডার সরাসরি *আপনার সাপ্লায়ারের* কাছে চলে যাবে,
এবং সাপ্লায়ার পণ্যটি *কাস্টমারের ঠিকানায় পৌঁছে দেবে*।
আপনি মূলত *সেলস আর মার্কেটিংয়ের* দায়িত্বে থাকবেন।
TikTok এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সহজেই *ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট প্রমোট* করতে পারবেন এবং *অর্ডার সংগ্রহ* করতে পারবেন।
✅ এটি *বিনা ইনভেস্টমেন্টে*,
✅ *ঝামেলাহীনভাবে*,
✅ *অনলাইন থেকে আয়* করার একটি আধুনিক ও কার্যকর উপায়।
এরা এরকম ইনফরমেশন দিয়েছে।এখন এটি হালাল নাকি হারাম একটু প্লিজ বলিয়েন