আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তায।
যদি কেউ আমেরিকান রিয়েল এস্টেটের একটা শাখায় চাকরি হিসেবে বাড়ির এডভারটাইজ করে,, ক্লায়েন্ট কে বাড়ি দেখায়,, কনভেন্স করে কিনতে,,এবং কোম্পানি তাকে ১০০% প্রোফিটের ২ % দেয়। ওটা কি হালাল হবে? এখন মূলত,আমেরিকাতে সব বাড়ি ই কিনা হয় লোন দিয়ে। মানে লোনের সাথে সুদ ও যুক্ত । এখন আমি সরাসরি কোম্পানি পরিচালনা না করলেও, আমি তো ক্লায়েন্ট দেরকে বাড়ি দেখানোর মাধ্যমে indirectly সুদী লোনে বাড়ি কিনতে কনভেন্স করছি? এটা কি হালাল ইনকাম হবে?
যদি জানাতেন উস্তায ইন শা আল্লাহ