আমার একজন খুব কাছের আত্মীয় আছেন।
।
কোনো এক অদ্ভুত কারণে, তাঁর কিছু কাজকর্ম কথাবার্তায় খুবই প্রচন্ড রাগ আসে আমার। আমি প্রায় সারাক্ষণ মনে মনে তাকে দোষারোপ করতে থাকি। তার শত ভুল আমার মনে আসতে থাকে অনেক বেশি কুধারণা আসতে থাকে যে আমি নিজের উপর খুব বিরক্ত হয়ে যাই। আর গীবতের ভয়ে কারো কাছে কিছু বলতেও পারি না। মনের ভেতর আজেবাজে কথা ঘুরপাক খেতেই থাকে।
।
বিশেষ করে দ্বীনের ব্যাপারে তার গাফলতিতে আমার বেশি রাগ উঠে। তাঁর ব্যাপারেই আমার এই রোগ কেন সৃষ্টি হয়েছে আমি জানিনা, অন্য কারো ক্ষেত্রে এমন কখনও হয় নি।
।
আমি জানতে চাচ্ছিলাম, আমার মনের এই অবস্থা থেকে বাঁচার জন্য আমি যদি তাঁর সাথে শুধুমাত্র হাই হ্যালোর সম্পর্ক রাখি এবং দ্বীনের দাওয়াত ও আর না দেই। তাঁকে তার অবস্থার উপর ছেড়ে দেই এবং তার হেদায়েতের জন্য কোনো চিন্তাও না করি তাহলে কি আমার গুনাহ হবে? অর্থাৎ আমি শুধু তার সাথে নূন্যতম যতটুকু না রাখলেই না ততটুকু সম্পর্ক রাখতে চাচ্ছি।
।
আর তাকে চিনে না এমন কারো কাছে যদি আমার মনের সব কথা বলে দেই তাহলে গুনাহ হবে?