আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
স্বামী বলেছিলেন, "তোর ল্যাপটপ ফোন এখানে রাখলাম।যদি টাচ করোস, ডিভোর্স দিয়া দিমু।" এরকমই একটা বাক্য ছিলো-যার ফাতওয়া জানতে পারি যে,এর দ্বারা তালাক হয়না।
যেহেতু আমাকে ফোন, ল্যাপটপ ব্যবহার করতে হবে, তাই আমি স্বামীকে বলি,আপনার ফোন ল্যাপটপের সাথে আমার গুলো এক্সচেঞ্জ করেন। তিনি বলেন, কেন? আমি বললাম, "আপনি যে বলেছেন আমার ফোন ল্যাপটপ টাচ করলে ডট ডট ডট দিয়া দিমু(এখানে "ডট ডট ডট" দিয়ে আমি তালাক বুঝিয়েছি)। আমি নিশ্চিত হওয়ার জন্য বিষয়টা জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে দিয়া দিমু বলেছিলো কি না ঠিক, তাহলে আমি ধরতে পারবো ফোন ল্যাপটপ।
তিনি বলেন, "শর্ত দেইনি, সরাসরি বলসি যে ল্যাপটপ ফোন ধরলে ডিভোর্স দিয়ে দিবো। " আমি বললাম, "সরাসরি দিয়ে কি বুঝালেন?" পরে বলে, "তোমার এতো বোঝা লাগবে না। বেশি বুঝলে সমস্যা।"
উনি ডিভোর্স রিলেটেড ফাতওয়া মোটামুটি জানেন,কিন্তু বিস্তারিত স্টাডি করে না, এ বিষয়ে জ্ঞান কম। তাই তিনি কি বুঝতেছেন আর কি বোঝাতে চাচ্ছেন আমার প্রবলেম হয়ে যায়।
আবার বলে তোমার নিজের ফোন কি বলসি শুধু, কোনো ফোন ই ধরবা না। আগে পারমিশন নিবা। তো, আমি আমার ল্যাপটপ ফোন ধরিনি। আমার আম্মুর ফোন ইউজ করেছি। স্বীকার করালাম যে বলেন,কোনো সমস্যা নেই আম্মুর ফোনে। (আমি জোর করেই বলেছি যে বলেন,"সমস্যা হবে না")। তখন বললো, "সমস্যা হবে না"।
সব মিলে আমি কনফিউজড, প্রিয় মুহতারম। এখন আমি ঠিক কি ধরে নিবো বুঝছি না। আবার, উনার কাছ থেকে জোর করে উত্তর আর বের করতেও চাচ্ছিনা, পরে কেচো খুড়তে সাপ বের হলে সমস্যা হয়ে যাবে। আমার জানামতে আর একটি তালাকের ক্ষমতা উনার বাকি আছে। ভীষণ বিপদে আছি, হুজুর।
*****আমার প্রশ্ন,তিনি যা যা বললেন, কোনভাবে কোনো কথার দ্বারা কি ডিভোর্স হয়ে গিয়েছে কি না? ঐ যে বললেন, শর্ত দেই নাই, সরাসরি বলসি। সরাসরি বলসি যে ডিভোর্স দিয়ে দিবো। যেকোনো ফোনের কথাই বলসেন বললেন পরে আবার। যেখানে আম্মুর ফোন আমি ব্যবহার করতেছি।---এই বিষয়গুলো পেরেশানিতে ফেলে দিয়েছে।
বি:দ্র: প্রশ্নের কোথাও অস্পষ্টতা থাকলে বা উত্তর প্রমাণে কোনো তথ্য লাগলে দয়া করে জানাবেন ফোন নং দিবেন আমি ফোনে কথা বলে নিবো হুজুর। তা নাহলে এখানেই উত্তর দিয়েন হুজুর! কারণ ফাতওয়া নিতে কোথাও যাওয়া সম্ভব নয় একা। স্বামী কোনো জায়গায় যাবেন না, কারও সাথে এ নিয়ে কথা বলবেন না-পূর্বের অভিজ্ঞতা থেকে বুঝি। আমি বড় ইফতা বিভাগ চিনিও না, আর বাচ্চা খুব ছোট তাই যাওয়া সম্ভব নয়।