আমার বন্ধুর এক আত্মীয় একটি মার্কেটের দোকানের পজিশন ভাড়া নিবে ১০ লাখ টাকা সিকিউরিটি দিয়ে। এখন সে আমার কাছে ১০ লাখ টাকা নিয়ে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে প্রতি মাসে আমাকে দিবে এবং ৩ বছরের চুক্তি করবে , চুক্তি শেষে সে আমার ১০ লাখ টাকা ফেরত দিবে এবং সে পর্যন্ত প্রতি মাসে ৩০ হাজার করে টাকা দিবে।
দোকানটি সে আরেকজনের কাছে ভাড়া দিবে এবং সে ৫০ হাজার টাকা করে ভাড়া নিবে ও তার কাছে ১০ লাখ জমানত নিবে। সেই টাকা থেকেই আমাকে প্রফিট দিবে। যদি দোকান বন্ধ থাকলে বা ভাড়া না হলেও সে টাকা দিবে।
তার কাছে আমার জমানত টা গচ্ছিত থাকবে এবং এটি সে তার প্রয়োজনে ব্যবহার করবে।
ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বিনিয়োগ টা কি সহীহ হবে? এতে সুদের কোনো আশঙ্কা আছে কি ও আমার বিনিয়োগকৃত টাকার অতিরিক্ত নেওয়া সুদের মধ্যে পড়বে কি?