আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
15 views
ago in সালাত(Prayer) by (3 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


আমার বাসা ফেনী। সাস্টে পড়ি।


১) সিলেট থেকে ফেনীতে আসার সময় রাস্তায় কসর নামাজ পড়বো হুজুর?যদি রাসা

২) গাড়ি থেকে নেমে ওয়াক্ত চলছে বা ওয়াক্ত শেষ এমন নামাজ মসজিদে গিয়ে আদায় করতে চাই এক্ষেত্রে কি কসর পড়বো নাকি পূর্ণ?

৩)যদি বাসায় এসে ওয়াক্ত চলছে বা ওয়াক্ত শেষ এমন নামাজ আদায় করতে চাই তাহলে কি কসর পড়বো নাকি পূর্ণ?


৪)বাসায় আসার পর যতদিন থাকবো পূর্ণ নামাজ পড়বো নাকি কসর হুজুর?


৫)যদি এমন হয় যে আমি নিশ্চিত জানি না কতদিন থাকবো এক্ষেত্রে রাস্তায় কি পূর্ণ নামাজ পড়বো?

1 Answer

0 votes
ago by (751,320 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসাফির যখন তার গ্রামে বা শহর কিংবা সিটিতে প্রবেশ করবে, তখন সে মুকিম হয়ে যাবে। এখানে ধর্তব্য হল, গ্রাম বা শহর কিংবা সিটি এলাকা। শহর বা সিটি এলাকার সীমানা যত বড়ই হোক না কেন, শহরে প্রবেশ করার সাথে সাথেই সে মুকিম হয়ে যাবে। যেহেতু গাজীপুর সিটি পৃথক সিটি। এখন আপনি যদি কুমিল্লা থেকে ডাইরেক্ট মিরপুর চলে যান, গাজী সিটিকে স্পর্শ না করে, তাহলে আপনি মুসাফির হিসেবেই গণ্য হবেন।
لما فی الفتاوى الشامية:
"(حتى يدخل موضع مقامه) إن سار مدة السفر.
(قوله حتى يدخل موضع مقامه) أي الذي فارق بيوته سواء دخله بنية الاجتياز أو دخله لقضاء حاجة لأن مصره متعين للإقامة فلا يحتاج إلى نية جوهرة، ودخل في موضع المقام ما ألحق به كالربض كما أفاده القهستاني (قوله إن سار إلخ) قيد لقوله حتى يدخل إي إنما يدوم على القصر إلى الدخول إن سار ثلاثة أيام."(كتاب الصلاة، باب صلاة المسافر،2/ 124،ط:سعید)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/120609



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)যেহেতু আপনার বাসা ফেনী।তাই সিলেট থেকে ফেনীতে আসার সময় রাস্তায় কসর নামাজ পড়বেন। তবে ফেনী শহরে প্রবেশ করার সাথে সাথেই মুকিম হয়ে যাবেন।
(২) গাড়ি থেকে নেমে ওয়াক্ত চলছে, তাহলে পূর্ণ নামায পড়বেন।তবে ওয়াক্ত শেষ এমন নামাজ মসজিদে গিয়ে আদায় করতে চাইলে কসর করবেন। 
(৩)বাসার আর মসজিদের বিধান একই। 
(৪)বাসায় আসার পর যতদিন থাকবেন, পূর্ণ নামাজ পড়বেন।
(৫) রাস্তায় সর্বদাই কসর করবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...