ছদ্মনাম ব্যবহার করছি ওস্তাদ।
করিমের স্ত্রীর মাসিক ৪র্থ / ৫ম দিন বন্ধ হয়ে ৬ষ্ঠ / ৭ম দিন আবার রক্ত আসে। এক্ষেত্রে করিম তার স্ত্রী কে ৪র্থ / ৫ম দিন রক্ত বন্ধ হওয়ার সাথে সাথে ফরজ গোসল করে নামাজ আদায় করতে বলে এবং করিম তার স্ত্রী কে বলে এটা তার নেফাজের রক্ত। কিন্তু তার স্ত্রী ৬ষ্ঠ/ ৭ম দিন ২য় বার রক্ত এসে বন্ধ হওয়ার পর ফরজ গোসল করে নামাজ শুরু করে। এ ঘটনা নিয়মিত ঘটে। এক্ষেত্রে সঠিক কে ওস্তাদ?