আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
edited by
প্রশ্ন ১: একটা ছেলে আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সে দেশের বাইরে থাকে। এক বছর পর ফিরবে। তখন বিয়ে করবে।
সে আমাকে বলেছে আমি এই প্রস্তাব সম্পর্কে ৬ মাস চিন্তা করতে সময় নিতে পারি। ৬ মাস পর জানাবো আমি সম্মত কিনা।
আমি যদি ৬ মাস সময় নিই, এটা কি ইসলামের দৃষ্টিতে বৈধ?
উল্লেখ্য, সে সরাসরি প্রস্তাব আমাকে দিয়েছে, আমার পরিবারকে নয়।
আর এই ৬ মাস আমাদের কোন যোগাযোগ হবে না।

২. আমি যদি ৬ মাস চিন্তা করতে সময় নিই, এই সময়ের মাঝে অন্য কোন পাত্র যদি প্রস্তাব পাঠায়, সেই প্রস্তাবে আলোচনা চালিয়ে যাওয়া কি বৈধ হবে?

৩. আমার মনোভাব হল, আমি চাইছি তার প্রস্তাবটা হাতে রাখতে, যেহেতু সে নিজেই চিন্তার সুযোগ দিচ্ছে। এরপর এরচেয়ে ভালো কোন প্রস্তাব পেলে সেই প্রস্তাবে এগোতে। এরচেয়ে ভালো প্রস্তাব না পেলে যাতে আমার হাতে একটা অপশন হিসেবে সে থাকে।
এমন ভাবনা বা আচরণ কি অন্যায়? বা তাওয়াক্কুলের পরিপন্থী?

1 Answer

0 votes
by (750,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ وَلاَ تَنَاجَشُوا وَلاَ يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلاَ يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلاَ تَسْأَلُ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا
তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামবাসীর পক্ষে শহরবাসী কর্তৃক বিক্রয় করা হতে নিষেধ করেছেন এবং তোমরা প্রতারণামূলক দালালী করবে না। কোন ব্যক্তি যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে। কেউ যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়। কোন মহিলা যেন তার বোনের (সতীনের) তালাকের দাবী না করে, যাতে সে তার পাত্রে যা কিছু আছে, তা নিজেই নিয়ে নেয়। (অর্থাৎ বর্তমান স্ত্রীর হক নষ্ট করে নিজে তা ভোগ করার জন্য) [সহীহ বুখারী-২১৪০,মুসলিম ২১/৪, হাঃ ১৫১৫, মুসনাদে আহমাদ ৯৫২৩,মিশকাত-৩১৪৪] এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6923

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনাকে যিনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, তার ব্যাপারেও চিন্তা করতে পারবেন। এবং অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলে সেটাও দেখতে পারেন। তবে কাউকে ঢালবাহানা করে ঝুলিয়ে রাখা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...