প্রশ্ন ১: একটা ছেলে আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সে দেশের বাইরে থাকে। এক বছর পর ফিরবে। তখন বিয়ে করবে।
সে আমাকে বলেছে আমি এই প্রস্তাব সম্পর্কে ৬ মাস চিন্তা করতে সময় নিতে পারি। ৬ মাস পর জানাবো আমি সম্মত কিনা।
আমি যদি ৬ মাস সময় নিই, এটা কি ইসলামের দৃষ্টিতে বৈধ?
উল্লেখ্য, সে সরাসরি প্রস্তাব আমাকে দিয়েছে, আমার পরিবারকে নয়।
আর এই ৬ মাস আমাদের কোন যোগাযোগ হবে না।
২. আমি যদি ৬ মাস চিন্তা করতে সময় নিই, এই সময়ের মাঝে অন্য কোন পাত্র যদি প্রস্তাব পাঠায়, সেই প্রস্তাবে আলোচনা চালিয়ে যাওয়া কি বৈধ হবে?
৩. আমার মনোভাব হল, আমি চাইছি তার প্রস্তাবটা হাতে রাখতে, যেহেতু সে নিজেই চিন্তার সুযোগ দিচ্ছে। এরপর এরচেয়ে ভালো কোন প্রস্তাব পেলে সেই প্রস্তাবে এগোতে। এরচেয়ে ভালো প্রস্তাব না পেলে যাতে আমার হাতে একটা অপশন হিসেবে সে থাকে।
এমন ভাবনা বা আচরণ কি অন্যায়? বা তাওয়াক্কুলের পরিপন্থী?