আসসালামু আলাইকুম, করোনার সময় আমার ইমান যথেষ্ট শক্ত ছিল, আমার দুনিয়া নিয়ে আগ্রহ কম ছিল, আল্লাহর প্রতি ভরসা বেশি ছিল। কিন্তু কয়েকবছর যাবত আমার ইমান খুব দুর্বল হয়ে গেছে। বহুবছর ধরে জব, বিয়ে, শান্তি, পারিবারিক অবস্থার উন্নতি এসব বিষয়ে দুআ করে যাচ্ছি কিন্তু কিছু না হওয়ায় আল্লাহর প্রতি ভরসা হারাচ্ছি। মাঝেমধ্যে রাগ হচ্ছে আল্লাহর উপর, বলেও ফেলছি আল্লাহ শুধু তাদের যাদের আছে, তাদেরকেই আল্লাহ সবদেন যাদের আছে, আমাকে কেন দিবে, রাগে এসব কথা বের হয়ে যাচ্ছে। এতে কি আমি কাফের হয়ে গেছি? দুআ করছি কিন্তু সন্দেহও হচ্ছে যে আল্লাহ দিবে তো আমাকে। আমি নামাজ পড়ি কিন্তু অমনোযোগ আর অনিহা থাকে। পড়তে হবে তাই পড়ি। আগের মত ভালভাবে পর্দাও হয়না। আমি আল্লাহকে চাই। এসব দুনিয়াবি পেরেশানি থেকে মুক্তি চাই, কিভাব আমি আমার ইমানকে শক্ত করব? নামাজে মনযোগ আনব? কোনো কিছু পাই বা না পাই, সব অবস্থায় যাতে আমি আল্লাহ কে ভালবাসি তার সিদ্ধান্তে সন্তুষ্ট হয় এবং তার উপর ভরসা করে চলতে পারি এমনটা কি করলে হবে?