⭕⭕⭕⭕⭕ উস্তায, আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে—
আমি জানি যে ক্ষতিকর জিনিস খাওয়া ইসলামসম্মত নয়। কিন্তু বাস্তব জীবনে দেখা যায়, বাইরে অনেক রেস্টুরেন্ট ও দোকান রয়েছে, যেখানে আমাদের বিভিন্ন কারণে যেতে হয় ধরা যাক আমি কোনো দাওয়াতি কাজ,অথবা দাওয়াতের উদ্দেশ্যে কারো সঙ্গে বের হলাম,কিংবা সম্পর্ক বজায় রাখার জন্য (formalities) একসাথে বসে চা বা কিছু খেতে হয়।
আমার নিয়ত থাকে—
কারো সঙ্গে সম্পর্ক রাখা বা কাউকে আপ্যায়ন করা একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।
কিন্তু সমস্যা হলো—
বাইরে চা খেলে জানা যায় না,
টং-এর চায়ের ক্ষেত্রে ব্যবহৃত পানি বা দুধের গুঁড়া/দুধ স্বাস্থ্যকর কি না।
যেই গ্লাস ব্যবহার করা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে কিনা
আবার যেসব রেস্টুরেন্ট তুলনামূলকভাবে পরিষ্কার মনে হয়,
সেখানকার স্যান্ডউইচ, বার্গার, চিকেন ইত্যাদি খাবার নিয়েও সন্দেহ থেকে যায়।স্বাস্থ্যগত দিক থেকে এসব খাবার এড়িয়ে চলাই ভালো—এ কথাও জানা।
আর বাংলাদেশে তো অনেকেই অস্বাস্থ্যকর ভাবে [ প্যাকেট জাত বা ফাস্ট ফুড] অনেকেই অস্বাস্থ্যকর খাবার ছাড়ে বিক্রির জন্
আরও যে বিষয়গুলো চিন্তার কারণ:
রান্নার তেল বারবার ব্যবহার করা হয়েছে কি না,
মুরগির ক্ষেত্রে কিছু চিন্তা থাকে ।
এক কথায় বলতে গেলে,
বাইরে গিয়ে চা হোক বা ভালো রেস্টুরেন্টে খাবার—স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া-দাওয়া নিশ্চিত করা সত্যিই খুব কঠিন।
১] টং এর দোকানে চা খাওয়া কি হালাল হবে?
২] রেস্তোরায় বার্গার সেন্ডউইচ ইত্যাদি খাওয়া যাবে?
৩} এখন ক্ষতিকর হলেও চা বা অন্য খাওয়া আমি "আল্লাহ তায়ালা এর জন্য " এই নিয়তে খাওয়াতে পারবো?