জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হযরত আবু উমামা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন-
خُذُوا الْعِلْمَ قَبْلَ أَنْ يَذْهَبَ
‘ইলম অর্জন কর তা বিদায় নেওয়ার আগে’। সাহাবীগণ আরয করলেন-
وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ يَا نَبِيَّ اللَّهِ، وَفِينَا كِتَابُ اللَّهِ؟
আল্লাহর নবী! ইলম কীভাবে বিদায় নেবে, আমাদের মাঝে তো রয়েছে আল্লাহর কিতাব?
বর্ণনাকারী বলেন, এ কথায় তিনি রুষ্ট হলেন। এরপর বললেন-
ثَكِلَتْكُمْ أُمَّهَاتُكُمْ أَوَلَمْ تَكُنِ التَّوْرَاةُ وَالْإِنْجِيلُ فِي بَنِي إِسْرَائِيلَ، فَلَمْ يُغْنِيَا عَنْهُمْ شَيْئًا؟ إِنَّ ذَهَابَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ، إِنَّ ذَهَابَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ
তোমাদের মরণ হোক! বনী ইসরাইলের মাঝে কি তাওরাত ও ইঞ্জীল ছিল না, কিন্তু এতে তো তাদের কোনোই উপকার হল না! ইলমের প্রস্থানের অর্থ তার বাহকগণের প্রস্থান। -মুসনাদে আহমদ ৫/২৬৬; আদদারেমী ১/৮৬, হাদীস ২৪৫
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
أَنْ يَكُونَ (ان يكون) এটা কী?
أَنْ মাসদারিয়া হরফ।
يَكُونَ হওয়া (كان – يكون)
দুটো মিলিয়ে أَنْ يَكُونَ মানে দাঁড়ায়—
“হওয়া / হওয়াটা / যে হয়”
অথবা বাক্য অনুযায়ী
“হতে” / “হওয়া যে”
এটার অনুবাদ বেশিরভাগ সময় একটা ক্রিয়া বা অবস্থা বোঝায়, পূর্ণ বাক্য না।
যেমন,
يجب أن يكون طاهراً
তার পবিত্র হওয়া আবশ্যক।
يجوز أن يكون صحيحاً
এটা সঠিক হতে পারে।
كره أن يكون كذا
এমন হওয়াটা অপছন্দনীয়।
এখানে দেখুন, أن يكون “হওয়া / হতে”
যখনই أن + فعل مضارع দেখবেন, সেটাকে বাংলায় “হওয়া / করা / হতে” দিয়ে ভাববেন।
ما এর বেশ কিছু প্রকার রয়েছেঃ-
★ ما অর্থাৎ যা / যা কিছু (اسم موصول)
সাধারণত তার পরে ফে'ল তথা ক্রিয়া বা বাক্য আসে।
যেমন,
أحب ما تقول
তুমি যা বলো, আমি তা পছন্দ করি।
ما যা (প্রশ্নবোধক)
প্রশ্নচিহ্ন বা প্রশ্নের ভাব থাকবে।
যেমন,
ما هذا؟
এটা কী?
ما না (না-বাচক)
অতিত বা বর্তমান কোন ক্রিয়াকে না-বাচক করে দেয়।
যেমন,
ما فهمت
আমি বুঝিনি।
ما যা কিছু / যতটুকু (مصدرية)
এই ما অনুবাদে ধরা যায় না, বরং পরে আসা ক্রিয়াকে “করা/হওয়া” বানায়।
যেমন,
سررت بما فعلت
তুমি যা করেছ তাতে আমি খুশি।
(এখানে “ما” এর আলাদা করে অনুবাদ করা হয়নি)
ما কত যে / কতই না (تعجبية)
যেমন,
ما أجملَ السماء!
আকাশ কতই না সুন্দর!
★বিস্তারিত জানার জন্য বিজ্ঞ শিক্ষকের কাছে থেকে ইলমে নাহুর গভীর পান্ডিত্য অর্জন করার পরামর্শ রইলো।