আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হুজুর রোজা অবস্থায় আমি
১)ওজু করার আগে প্রস্রাবের রাস্তার ভেতর ভালোভাবে আঙ্গুল দিয়ে পানি সহকারে পরিষ্কার করে নেই।যাতে করে সাদা স্রাব থাকলে তা পরিষ্কার হয়ে যায়। রোজা অবস্থায় সাদা স্রাব পরিষ্কারের উদ্দেশ্যে প্রস্রাবের রাস্তার একদম ভেতর পর্যন্ত এভাবে ভেজা আঙুল ঢুকানোয় রোজা কি ভেঙে যাবে বা আমার গুনাহ হবে শাইখ?
২) তারপর আমি একটা সুতি কাপড় দিয়ে প্রস্রাবের রাস্তার ভেতর পর্যন্ত ভালো ভাবে পানি দিয়ে মুছে দেই।মাঝে মাঝে দেখা যায় কাপড়টা একটু ভেজা থাকে। কাপড় ভেজা আবার আমার আঙুল‌ও ভেজা।এভাবে ভেতর পর্যন্ত গেলে রোজা ভেঙে যাবে?
মলদ্বারের ভেতর ভেজা আঙুল ঢুকানোর মাস‌আলা আলহামদুলিল্লাহ জানি। প্রস্রাবের রাস্তারটা নিয়ে একটু ভালোভাবে জানতে চাচ্ছিলাম।