আসসালামু আলাইকুম।
'E' নামক অর্গানাইজেশনের বিভিন্ন সেক্টর আছে। দেশ, বিদেশ,সরকারি,বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে এরা প্রজেক্ট নিয়ে থাকে। এছাড়াও এদের নিজস্ব এনজিও সমিতি, কিস্তির সেক্টরও আছে।
বর্তমানে 'E' অর্গানাইজেশন একটি শাখায় Bangladesh Women Chamber of Commerce and Industries এর কাছ থেকে কয়েক বছর মেয়াদী একটি প্রজেক্ট নিয়েছে। এখানে ছেলে মেয়েদেরকে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ব্লক বাটিক ট্রেইনিং, টেইলরিং কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে ভাতা দেওয়া হয়।
আমার হাসবেন্ড৷ 'E' অর্গানাইজেশনের এই প্রজেক্টের শাখায় Assistant Business Development Officer পোস্টে চাকরি করতেছে।।তবে এখানে শিক্ষক ব্যতিত অফিসের অন্যান্য অফিসারদের তাদের পোস্ট অনুযায়ী শুধু ঐটুকু কাজ করেনা। যখন যে কাজ প্রয়োজন তাদেরকে সেগুলা করতে হয়।
আমার স্বামীকেও তার পোস্ট এর কাজ করতে হয়না। তাকে তার বড় অফিসাররা যা যা অন্য কাজ বলে সেগুলা করতে হয়।
আর এদের বেতন মুলত আসে অর্থ মন্ত্রনালয় থেকে। Bangladesh women chamber of commerce অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে টাকা এনে 'E' অর্গানাইজেশনকে দেয়।এরপর 'E' অর্গানাইজেশন আমাক স্বামী ও অন্য অফিসারদের বেতন দেয়।
# এই চাকুরি থেকে বেতন নেওয়া কি হালাল?
#অনেক সময় মিথ্যা ডকুমেন্টস, বিল সাবমিট করতে হয়।এক্ষেত্রে আমার স্বামী যদি এগুলা করে তাহলে তার পুরা বেতনই কি হারাম হবে?