السلام عليكم ورحمة الله وبركاته.
আমি একদিন স্বপ্নে দেখি আমি একটি গাছের ডালে হেলান দিয়ে বসা এবং আমার পাশে একজন পুরুষ মানুষ আছে।হঠাৎ সে আমার শরীর থেকে সুগন্ধ পেতে শুরু করে।সেটা অনেক বেশি সুগন্ধ।এরপর আমি নিজেও দেখি আমার শরীরে অনেক সুগন্ধ।এরপর গাছের নিচে একটি ছোট ছাগল থাকে আর আমার পাশের পুরুষ মানুষ বলে ঐ ছাগলের পিঠে উঠে বসতে।আমি গাছ থেকে নেমে উঠে বসলে সেই ব্যক্তিও আমার সাথে বসে এবং আমাকে নিয়ে কোথাও যাওয়ার জন্য রওনা দেয়।আমি দেখি সেই ছাগলের পিঠে বসে আমরা নদীর পাশের বালিময় চর পার করে পানির ভেতরে যাচ্ছি কোথাও পৌঁছানোর জন্য। ছাগলের পা পানিতে স্পর্শ করলেও ডুবছিলো না।আমরা সামান্য কিছুদূর পানিতে যাওয়ার পর আমাদের পেছনে থেকে কিছু মানুষ ডাকে যারা আমাদের পূর্ব পরিচিত।এদের মধ্যে একজন বলে কষ্ট করে ছাগলের পিঠে না যেয়ে তাদের সাথে নৌকা/জাহাজে যেতে এতে কষ্ট হবে না।
এর কি কোন ব্যাখ্যা আছে?
جزاك الله خيرا.