আসসালামু আলাইকুম হুজুর। আশা করি ভালো আছেন। প্রশ্ন গুলোর উত্তর দিলে উপকৃত হবো।
১) কেউ জীবনে পাইরেটেড সফটওয়্যার, মুভি, গেম এগুলো ব্যবহার করলে এগুলো নির্মাণকারীর প্রতিষ্ঠানের কি হক ভঙ্গ হয়?
২) ১ নং অনুযায়ী যদি হক ভঙ্গ হয় তাহলে কত অর্থের হক ভঙ্গ হয়েছে তা হিসাব কিভাবে করবো? বিঃদ্রঃ সাধারণত সফটওয়্যার, মুভি, গেম এগুলোর নির্মাণকারীর প্রতিষ্ঠান প্রায়ই অমুসলিমেদর হয়। সেক্ষেত্রে হক ভঙ্গ করলে দান কিভাবে করবো?
৩) ১ নং অনুযায়ী হক ভঙ্গ হলে আর প্রতিষ্ঠানের মালিকানা যদি অমুসলিম কারো হয় সেক্ষেত্রেও কি অর্থ পরিশোধ করতে হবে?
৪) মুভি সাধারণত যেসকল প্ল্যাটফর্মে দেখায় সেগুলোর একটা সাবস্ক্রিপশন প্যাকেজ থাকে যে সময়ের মধ্যে অনেকগুলো একসাথে দেখা যায় আবার চাইলে কমও দেখা যায়।
৫) ইউটিউব থেকে কোন মুভির এক্সপ্লেনেশন(কাহিনি সংক্ষেপে বলা) দেখলে কি মুভি নির্মাণকারী প্রতিষ্ঠানের কি হক ভঙ্গ হয়?
৬) পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে অর্থ উপার্জন করলে সেটা কি হারাম হয়? যদি এমন চিন্তা থাকে অর্থ উপার্জন ভালো করে করতে পারলে আসল সফটওয়্যারটাই কিনে ফেলব।
জাযাকাল্লাহু খাইরান