আসসালামু আলাইকুম,
১৬ তারিখ সন্ধ্যায় হায়েজ হলে ২৬ তারিখ সন্ধ্যায় পবিত্র হতে হবে কিনা যদি ১০ দিন ধরা হয়? উক্ত ব্যক্তি ২৬ তারিখ বাড়ি ছাড়া অন্য কোথাও গেলে (বেড়াতে বা সফরে) দুপুরে গোসল করে পবিত্র হয়ে থাকলে,পরে মাগরিব ওয়াক্তে নামাজ পড়লে তা কি জায়েজ হবে?নাকি মাগরিবের পরেই গোসল করে পবিত্র হতে হবে? একইভাবে কারো যদি মাঝরাতে হায়েজ হয়,১০ দিন পর কি তাকে মাঝরাতেই গোসল করে পবিত্র হতে হবে?দয়া করে দ্রুত উত্তরটা দিবেন।জাযাকাল্লাহু খাইরান।