আসসালামু আলাইকুম মুহতারাম,
১. মহিলাদের কন্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত নয় কিন্তু ফিতনার কারন ।এটা সঠিক কিনা আর কিরকম সুরে কথা বলা ফিতনার কারন বলে ধরা হয় বা নাজায়েয হয়? জানিয়ে কৃতজ্ঞ করবেন
২. একজন ইস্তেহাযা মহিলার প্রতি বারই দশদিন হায়েয হয় ।এর আগে অভ্যাস ছিল অনুমানে ৬/৭দিন।এখন সে কি রক্ত জারি থাকা অবস্থায় অভ্যাসের দিন বাদ দিয়ে ৮ম দিন থেকে নামাজ রোজা করবে নাকি দশদিন অপেক্ষা করবে? যেহেতু সে নিশ্চিত থাকে যে এবারও দশদিনের বেশি হায়েয হবে!