মেধা ভিত্তিক বৃত্তির জন্য fsib ব্যাংকে একাউন্ট খোলা হয়। বৃত্তির টাকা উঠিয়ে নেওয়ার পর একাউন্টে কিছু টাকা অবশিষ্ট ছিল।এখন টাকা বাড়ছে। যদিও সব মাসে বাড়েনা।
এটা একটা স্টুডেন্ট একাউন্ট এবং টাকা নির্দিষ্ট হারে বাড়বে এমন কিছু বলা হয়নি একাউন্ট বানানোর সময়।
ইসলামিক ব্যাংক দাবি করে যে তারা টাকা ব্যবসায় লাগায় এবং সেই মুনাফা দেয়।
এখন এই টাকা নেয়া জায়েজ হবে কি না??