আসসালামুয়ালাইকুম উস্তাজ,
বাচ্চার বয়স প্রায় ৩ বছর। তার মা যখন কোরআন তেলাওয়াত করছিল, তখন সে ঘরে ছিল না, হঠাৎ করে সে এসে তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবং তার পর হঠাৎ করে সে কোরআনের উপড় পা তুলে দিলো ( আস্তাগফিরুল্লাহ, আল্লাহুমাগফিরলি) । সাথে সাথে তার মা তাকে সরিয়ে দিয়েছে। এখন তার পা কোরআনে লাগছে কি না তার মা সঠিক বলতে পারছে না।
এখন করণীয় কি বললে মুনসিব হয়।