আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (5 points)
আমার বান্ধবীর পক্ষ থেকে প্রশ্ন:

গত রমজানে লাস্টবার  উমরাহ করতে গিয়েছিলাম আমার স্বামীর সাথে। উমরাহর সব কাজ শেষ করে আমি হোটেলে চলে যাই। চুল কাটতে মনে ছিল না। তারপর সেখান থেকে আমার বাসস্থান রিয়াদে চলে গেছি। আমার বাসায় যাওয়ার তিন পর মনে পরে আমি উমরাহ শেষ করে চুল কাটিনি। এখন আমার করণীয় কি তা জানতে চাই, আমার উমরাহ কমপ্লিট হয়েছে কিনা, কোন কাফফারা আদায় করতে হবে কিনা? গুনাহ হবে কিনা?

1 Answer

0 votes
by (714,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ:
اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ
قَالُوا: وَلِلْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟
قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ
قَالُوا: وَلِلْمُقَصِّرِينَ؟
قَالَ فِي الثَّالِثَةِ: وَلِلْمُقَصِّرِينَ

আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত—
রাসূলুল্লাহ ﷺ বলেন:
“হে আল্লাহ! যারা মাথা মুণ্ডন করেছে তাদের ক্ষমা করে দিন।”
সাহাবীরা বললেন: “হে আল্লাহর রাসূল! আর যারা চুল ছোট করেছে?”
তিনি আবার বললেন:
“হে আল্লাহ! যারা মাথা মুণ্ডন করেছে তাদের ক্ষমা করে দিন।”
তারা আবার বললেন: “আর যারা চুল ছোট করেছে?”
তৃতীয়বার তিনি বললেন:
“আর যারা চুল ছোট করেছে তাদেরও।”
( সহীহ বুখারী: ১৭২৭, সহীহ মুসলিম: ১৩০৩)

 واعلم أن المحرم إذا نوی رفض الإحرام فجعل یصنع ما یصنعہ الحلال من لبس الثیاب والتطیب والحلق والجماع وقتل الصید فإنہ لا یخرج بذلک من الإحرام، وعلیہ أن یعود کما کان محرما، ویجب دم واحد لجمیع ما ارتکب ولو کل المحظورات إلخ (شامی: ۳/ ۵۸۵، ط: زکریا) نیز دیکھیں: احسن الفتاوی: ۴/ ۵۴۶، ط: زکریا) 

মর্মার্থঃ-
মাথা হলক করার পূর্বেই কেউ যদি হালাল হয়ে যায়, তাহলে তার জন্য উচিত হারাম এর সীমানার মধ্যে এসে মাথা হলক করা এবং একটি দম দেওয়া।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার করনীয় হলো আপনি হারামের সীমানার মধ্যে গিয়ে চুলের অগ্রভাগ কাটবেন, এরপর হারামের সীমানার মধ্যেই দম জবাই করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...