# রাসূল বলেছেন মজা করে বিয়ে করলেও বিয়ে হয়ে যায়, কিন্তু কথা হল সেটা কোন মজা,
একটা আছে এমন যে বিয়ের আয়োজন টা হচ্ছে সত্যি সত্যি কিন্তু মেয়ে কবুল বলেছে মজা করে আর একটা আছে বিয়ের আয়োজন টাই মজা বা নাটকীয়, কারো অভিভাবক নাই , মেয়ে নিজেও জানে সবাই এটা নাটক করছে, ওই জন্য কবুল বলে। যেমন নাটক সিনেমা তে দেখি আমরা।
১)তাহলে এইখানে কোন মজার কথা বলেছেন আমাদের রাসূল? আর উক্ত ২ ঘটনার মধ্যে কোনটা ঠিক বিয়ে?
# বিভিন্ন উলামায়ে ইকরাম বলেন যে মোবাইলেও বিয়ে হয় যদি সাক্ষী থাকে, ইজাব কবুল হয়, দেনমোহর থাকে আর বর কনের কন্ঠ শুনে নিশ্চিত হওয়া যায় যে সঠিক মানুষই কবুল বলেছে, প্রতারনা হয় নি। তাহলেই বিয়ে সহীহ হয়। কোনো তাওকিল বা উকিল নিয়োগ বাধ্যতা মুলক না
২)এটা কি সঠিক?