আসসালামু আলাইকুম উস্তাদ
অনেক আগে আমি প্রায় স্বপ্নে সাপ দেখতাম। মাঝে অনেক সময় পার হয়ছে আলহামদুলিল্লাহ সাপ দেখিনি স্বপ্নে। তবে দুয়া দরুদ পড়ে ঘুমালেও আমি জ্বীন স্বপ্নে দেখি। অনেকটা এমন যে জ্বীন আমাকে অনেক উত্যক্ত করছে ,আমি দুয়া পড়ছি তাও যাচ্ছেনা এরকম। বা কখনো দেখি যে আমারই কোনো আপনজনের চেহেরা নিয়ে জ্বীন শয়তান আসছে। একবার দেখলাম আমার বোনের চেহেরাতে এসে আমাকে ধমকি দিচ্ছে যেন ফজরের নামাজ মিস না দিই। ( আলহামদুলিল্লাহ আমি নামাজে রেগুলার , কদাচিৎ ফজর হয়ত কখনো মিস যায়, যা উঠার সাথে সাথে পড়ে ফেলি আলহামদুলিল্লাহ )
গতকাল স্বপ্নে দেখলাম আমাদের গ্রামের বাড়িতে আমি ওয়াশরুমে গোসল করছি ( উল্লেখ্য, আমি এখন লন্ডনে থাকি, আর গ্রামে কেউ থাকে না যার কারণে প্রায় ৫/৬ বছর গ্রামের বাড়িতে গিয়ে থাকা হয় না ) । গোসল করার সময় পানির পাইপ দিয়ে সাপ ঢুকলো। যেটা একবার ঢুকে ,একবার বের হয়ে যায়। আমি ভয়ে বের হতে পারছিলাম না। আবার সাপটা ওয়াশরুমে ঢুকে এবং যদিও আমি একেবারে এক পাশে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিলাম তাও সাপটা যেন আমাকেই কামড়াতে আসছে সেভাবে আমার দিকে ফিরে লাফ দিয়ে আমার ঘাড়ে কামড় দেয়। অতটুকুতে ঘুম ভেঙ্গে যায়।
উল্লেখ্য আমি প্রায় ভয়ের স্বপ্ন দেখি যা আমাদের গ্রামের বাড়িতেই দেখি। অর্থাৎ স্বপ্নে দেখি আমি অই বাড়িতেই আছি। সেখানে আমার সাথে এরকম সমস্যা হচ্ছে।