আসসালামু আলাইকুম।
এক মহিলার স্বামী, ব্যবসায় ইনভেস্ট এর কথা বলে এক লোকের থেকে ২ লাখ টাকা আনে। ( ব্যবসায় ইনভেস্ট মানে প্রতি মাসে মাসে ঐ টাকার ওপর কিছু পরিমান টাকা দিতে হবে) কিন্তু মহিলার স্বামী ঐ টাকা ব্যবসায় ইনভেস্ট করেনি। ঐ টাকা বাইক কেনার জন্য রাখছে, এবং নিজের সাংসারিক সহ সকল প্রয়োজনে ঐ টাকা থেকে খরচ করছে। একেই তো যার থেকে টাকা আনছে তার সাথে প্রতারণা করা হচ্ছে কারন ব্যাসসায় তো ঐ টাকা ইনভেস্ট করে নাই। আবার প্রতি মাসে মাসে কিছু টাকা নিজের হাত থেকে ঐ লোককে দিতে হবে। এইটা কি সুধ হবে না??? যে টাকাটা আনছে ঐটা কি সুধের ওপর আনা হয়েছে না??????
আমার প্রশ্ন হচ্ছে ঐ টাকা কি সুধের ওপর আনা হয়েছে নাকি???? এবং ঐ টাকা থেকে যদি মহিলার জন্য , সংসারের জন্য ব্যায় করে তাহলে এটা কি হালাল হবে নাকি??? মহিলার ভরনপোষণ করা তো স্বামীর দায়িত্ব , ঐ টাকা থেকে যদি মহিলাকে ভরনপোষণ দেয় তাহলে কি এইটা ঐ মহিলার জন্য হালাল হবে??????