আমার স্বামী স্টুডেন্ট, পেশাজীবি না।আমার শ্বশুর বাড়ি থেকে দেনমোহর বাবদ ৫৯০,০০০ টাকার স্বর্ণ দিয়েছে এবং আমার কাছে সামান্য কিছু রুপা সহ ৫/৬ হাজার টাকার মত জমা আছে।আমাকে কি এই সম্পদের জাকাত দিতে হবে? দিতে হলে সেটা কিভাবে আমার স্বামীতো আয় করে না।জাকাত কি সে আয় করলে দিতে হবে? তার আয় থেকে হলে সেটা কি আমার সম্পদের জাকাত হবে? তাহলেতো আমার সম্পদ সবসময় নিসাব পরিমাণই থেকে যাবে,আর তার কখনও সামর্থ্য না থাকলেও সেটা আদায় করতে হবে। নাকি আমার স্বর্ণ বিক্রি করে জাকাত দিতে হবে।যদি আমার স্বর্ণ বিক্রি করে দিতে হয় তাহলে কি এমনভাবে প্রতি বছর দিতে থাকতে হবে যতক্ষণ না আমার সম্পদ নিসাব পরিমাণের কম পর্যায়ে পৌছে জাকাত আর ওয়াজিব পর্যায়ে থাকবে না?