আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকে আমি স্বপ্নের মধ্যে এমন দেখেছি যে, আমি তো এখন ম্যারিড চাইলে ফেসবুকে ম্যারিড স্ট্যাটাস দিতে পারি।সবাই জানবে আমি ম্যারিড এই সপ্নটা ঘোলাটে ছিল অনেক ভেবে মনে করতে হইসিল।
বাস্তবে আমি অবিবাহিত।আমি একজন মেয়ে।
আরেকটা স্বপ্ন দেখেছি, আমি আমার পরিবার নিয়ে একটা শপিংমলের মতো জায়গায় এসেছি সেখানে আমি আর আমার বোন ঘুরে ঘরে দেখতেসি, আমার আম্মু তারপর আমার বোনকে ডেকে নিয়ে একটা জুতা দেখাচ্ছিল কিনবে কীনা জুতাটা আমাদের পছন্দের মতোই...
এরই মধ্যে দেখি আমাদের একটা বিয়ের দাওয়াত আমি দেখতেসি সবাই সব মেয়ে কত সুন্দর করে সাজতেসে, আমি আম্মুকে বলতেসিলাম আমি তো কোন জামা আনি নাই বা আমার কোন ভালে জামা নেই আমি কী পড়বো,,সব মেয়েকে দেখলাম অনেকটা বউ বউ এর মতো সাজছে।তার আমাকে আমার একটা চিনা মেয়ে জামা ধার দিবার কথা বলসিল যেন ওর থেকে জামা নিয়ে পড়ি।
আমি আসলে একটা ব্যাপারে ইস্তিখারার দোয়া পড়ি,আল্লহর কাছে দোয়া করি আল্লহ যেন উত্তম ফয়সালা করে দেন।এখন পরিস্থিতিটা বুঝে উঠার জন্য আমি আসলে বুঝতেসি না।