আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার বিয়ে হয় ১৬ বছর বয়সে। বর্তমানে ৪ বছর শেষ। আড়াই বছরের একটি বাচ্চা আছে। আমি প্রায়ই খুব মনোকষ্টে থাকি। মোটামুটি ৩ বছর আগে থেকে। হাসবেন্ড দূরে থাকেন। মাঝ দিয়ে একবার উনার কাছে নিয়ে গিয়েছিলাম।তখন স্বাভাবিক ছিলাম। ওখান থেকে আসার পর থেকে আমি যেন আরোও পাগলের মত! মেজাজ প্রায় সারাক্ষণ খিটখিটে লাগে।মনেহয়,উনি যদি একটু প্রতিদিন শান্তনামূলক দুটি বাক্য বলতেন,তাহলে অনেক হালকা লাগতো। গত ৩বছর ধরে এটা বুঝাতে গিয়ে নানান সমস্যায় পড়েছি। হয় আমি রেগেছি নাহয় উনি। কথা কাটাকাটি হলেও আমিই আগে বলতাম যেন একটু সমাধান করে।এভাবে আমার অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু উনি চেয়েছিলেন বিষয়টাই সম্পূর্ণ এড়িয়ে যেতে। আবার একটু যে কেয়ারফুল হবেন, নিজ থেকে এফোর্ট দিবেন-তাও না। উনাকে এসব বললেই রেগে গিয়ে," তুমি কী করেছ,আমি আসলেই খারাপ"—এধরনের কথা বলেন। সব মিলিয়ে আমি নিজের মত থাকতে চাইব,তাতেও আমার ভয় লাগে। এভাবে মন থেকে উঠে গেলে তো সহজে আর এক্সেপ্ট করতে পারবোনা।তখন তো পুরোই ভাঙনের দিকে যাবে! উনি নরমালি বাসায় আসলে আমি কোনো ধরনের অভিযোগ না করলে স্বাভাবিক নিজের মত থাকেন।এক দিনের জন্য এসেও আমাকে ভালো সময় দেয়া,এটা আগে খুব একটা করতে চাইতেন না। তবে এখন করেন। আমি নানান কারণে প্রায় ৪ মাসের মত একদম পাগলের মত হয়ে আছি! এমন মুহুর্ত খুব কমই যায় যে আমি স্বাভাবিক থাকতে পারছি।আত্নবিশ্বাস একদম শেষ! আমার এখন আর কাউকে সহ্য হয়না। চিৎকার করতে ইচ্ছে হয় খুব,কিন্তু পারিনা। কান্নাকাটি করে একবার আম্মু একবার আব্বুর মাইর খেয়েছি। স্তব্ধ হয়ে গিয়েছি। বাচ্চাটার জন্য খুব ভয় হয়,তার জন্য স্বাভাবিক সময়টুকু ব্যয় করতে পারছি না। আমার মাথা একদম কাজ করেনা। অনেক বেশি ভুলে যাই। খুব চাই,একটু স্বাভাবিক হতে, কারণ একটা সময় পরে আমাকেই কথা শুনাবে,জীবনে কী করলাম!
তিনি অনেক বেশি ব্যস্ত থাকেন। এর মাঝে আমাকে খোঁজ খবর নেয়া ছাড়া বাড়তি দুই লাইন নিজ থেকে শান্তনা দিতে বললে উলটো ঝামেলা লেগে যায়। আমি মাত্রাতিরিক্ত অস্বাভাবিক জীবন যাপন করছি।এরমাঝেও উনি বলেন, উপলক্ষ ছাড়া কী শান্তনা দিব?
অনেক কথা-কাটাকাটি হয়ে গেছে। প্লীজ আমাকে নসিহা দিন আমি কীভাবে নিজেক্র স্বাভাবিক রাখবো! নিজের যত্ন নিজে নিতে পারবো। উনার প্রতি কোনো এক্সপেক্টেশন না রেখেই উনার সেবা করে যেতে পারবো!