আসসালামু আলাইকুম
একজন বোনের জন্ম গত পায়ের পাতা বাঁকা নিয়ে জন্ম গ্রহণ করেন, এটাকে ক্লাবফুট বলে। ক্লাবফুট (Clubfoot) হলো শিশুর একটি জন্মগত শারীরিক ত্রুটি, যেখানে জন্মের সময় তার পা ভেতরের দিকে বাঁকানো থাকে, যা সাধারণ অবস্থান থেকে আলাদা।যদি এই রোগের ট্রিটমেন্ট না করে তাহলে শিশু হাঁটার সময় পা বাঁকা করে হাটে। কিন্তু জন্মের পরই বোনটির সঠিক ট্রিটমেন্ট করানো হয় এবং বোনটি অপারেশনের পর সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। বোনটি বর্তমানে প্রাপ্তবয়ষ্ক। বোনটি একেবারে স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করেন। তার কোনো সমস্যা হয়না। কিন্তু তার পায়ে অপারেশনের সেলাই গুলোর দাগ দেখা যায়, যা স্বাভাবিক অবস্থায় দেখা যায় না, টাখনুর উপরে পায়জামা উঠালে তখন দেখা যায়।
আমার প্রশ্ন হচ্ছে,,,বোনটি যেহেতু সম্পূর্ণ সুস্থ, কোনো ঔষধও খাওয়া লাগেনা এবং লাগেনি এতো বছর। কোনো সমস্যার সম্মুখীন হননি, ভবিষ্যতেও হবেন না ইং শা আল্লাহ। এই ঘটনাটির ১৮ বছরের বেশি সময় হয়ে গিয়েছে বোনটি স্বাভাবিক মানুষের মতোই হাঁটা চলা করেন আলহামদুলিল্লাহ। বোনটির বিয়ের ক্ষেএে পাএ পক্ষকে বোনটির এই ঘটনা গোপন করলে গুনাহ হবে? বা পাএ পক্ষের সাথে প্রতারণা করা হবে? এই ঘটনা কি গোপন করা উচিত?