আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মুফতি সাহেব, কোন ব্যক্তি ওয়াসওয়াসার কারণে স্ত্রীর ভরন পোষন তার মান/সাধারণ মধ্যম মান এর বাজার সদাই এর মান অনুযায়ী পুরোপুরি আদায় করতে পারছে না, কিন্তু জীবন ধারণের মত খাবার দিয়ে আসছে (চাল ডাল আটা ময়দা আলু তেল পেঁয়াজ/রসুন শাক সবজি ডিম নুডল্স মুড়ি চানাচুর) অর্থাৎ বেঁছে থাকার মত অন্তত, মাঝে মধ্যে টুকটাক পছন্দের খাবার কিনে খাওয়াতে পারছেন ফুচকা, হালিম ইত্যাদি। স্ত্রীকে বাসা ভাড়া করে রাখতে পারছে, বছরে কয়েকটি জামা কাপড়, অল্প প্রসাধনী দিতে পারছে, দাম্পত্য হক/শারীরিক হক আদায় করতে পারছে, তবে ওয়াসওয়াসার কারণে ব্যক্তি একেবারেই কম কথাবার্তা বলেন বলতে গেলে বোবার মত থাকেন, এটা নিয়ে স্ত্রী মানসিক কষ্টে থাকেন যেটা তাকে অসুস্থ্য করে ফেলছে বোঝা যায় (কতটুকু তা আল্লাহু আলাম); স্বামী আন্তরিকভাবে চান তার সকল হক পূর্ণরূপে আদায় করতে এবং তিনি চিন্তা চেষ্টা ফিকিরে আছেন সুস্থ্য হতে, এমতাবস্থায় উক্ত স্বামী কি জালিম গণ্য হবেন এবং যেহেতু সুস্থ্য হবার চেষ্টায় আছেন তাই তার জন্য কি স্ত্রীকে ধরে রাখা তথা দাম্প্যত্ব সম্পর্ক বহাল রেখে সম্পর্ক চালিয়ে যাওয়া জায়েজ হবে? তিনি সুস্থ্য হবার চেষ্টায় আছেন। জাযাকাল্লাহ।