আমি একটা স্বপ্নে দেখেছি যেখানে আমি একটা বন্ধ ঘরের মধ্যে আছি সামনে যে দরজা ছিল সেটা বন্ধ‌,‌আমি কিছুই বুঝছি না কীভাবে আমি এখান থেকে বের হবো হঠাৎ দেখি আস্তে আস্তে দরজাটা খুলে যায় এরকম একটা একটা করে সাতটা দরজা খুলে যায় তারপর আমি একটা আলোকিত ঘরে যাই। তারপর সেখানে গিয়ে আমি অবাক হয়ে নিজে নিজে বলছিলাম এটা কীভাবে সম্ভব হলো! এটা তো অসম্ভব আমি কীভাবে এখানে আসলাম তখন অদৃশ্য এক আওয়াজ শুনলাম যিনি বলছেন এটা ছিল তোমার প্রতি তোমার রবের দয়া।
এই স্বপ্নটা তাবিরটা যদি বলতেন