আসসালামু আলাইকুম।
১. কোন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি অভিভাবক কে না জানিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে সাক্ষীর উপস্থিতিতে সে বিয়ে কি জায়েজ হবে?
২.উক্ত যুগলের মাঝে একপর্যায়ে ছেলে যদি মৌখিকভাবে একই সাথে ৩ তালাক দেয় (রাগের মাথায় নিজ ইচ্ছায়,কেউ তাকে বাধ্য করেনি)তাহলে কি তালাক হয়ে যাবে?
৩.পরবর্তীতে তারা(সকলের অমতে) পুনরায় সংসার করার উদ্দেশ্যে পালিয়ে একত্রে রয়েছে।উভয়েরই ঈমান,আমল এর হালত খুব খারাপ অনেক্ষেত্রে ইসলাম কে অবমাননাকর কথা( যেমন এসব বিধান মানে না,পরকালের ব্যাপারে সন্দিহান,নাস্তিকতা)এরকম হালত।সেই ছেলে/মেয়ের কোন রোজগার নেই।এখন সেই ছেলে সেই মেয়েকে নিয়ে যদি বাবার বাড়িতে থাকতে চায়,তাদের ভোরণপোষন এর দায়িত্ব ও বাবার উপরে।সেক্ষেত্রে বাবা কি গুনাহগার হবেন কিনা?
৪.অনেক বুঝিয়েও কোন কাজ হয়নি।এক্ষেত্রে পরিবার কি করতে পারে?যাতে সন্তানের হক ও নষ্ট না হয় আবার গুনাহগার ও না হয়।