আসসালামু আলাইকুম।
আমি একটি ফাতওয়াতে পড়েছি অমুসলিম ও ফাসেক নারীদের থেকেও মুমিনাহ নারী পর্দা করবে। এক্ষেত্রে শুধুমাত্র মুখমণ্ডল, হাতের কব্জি আর পায়ের পাতা তাদের সামনে অবমুক্ত করার অবকাশ আছে।
এখন তাহলে কী পার্লারে সাজা যাবে না? কারণ পার্লারে কাজ করা অধিকাংশ মহিলা বেপর্দা থাকে+ অমুসলিম নারীও উপস্থিত থাকে। সেক্ষেত্রে তো চুল খোলা রেখে সাজতে পারব না?
এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
২. কলেজে গেলে মেয়েদের কমনরুমে নিক্বাব খোলা যাবে একটু রিলাক্স হওয়ার জন্য? উল্লেখ্য সেখানে অমুসলিম ও সব ধরনের মেয়েরাই আছে। আর অযু করার সময়টুকু যদি মাথার কাপড় সরাই আর কোনো হিন্দু মেয়ে অযুর জায়গায় উপস্থিত থাকে আর আমাকে দেখে ফেলে তাহলে কী গুনাহ হবে?