স্বপ্নে টাকার ব্যাগ হারিয়ে গেছে দেখলাম,কিন্তু আবার ও সেই বাগ কোনো ক্ষতি ছাড়াই আমি পেতে দেখেছি একজন সৎ সবজি ব্যবসায়ী সেই বাগ যত্নে রেখেছিল তাতে অনেক টাকাও ছিল একটাও চুরি করেননি। এবং সৎ ভাবে আমার ব্যাগ আমাকে ফিরিয়ে দেই এবং আমি রবের শুকরিয়া আদায় করি আকাশের দিকে তাকিয়ে,এবং আমি তার কাছে অনেক সবজি কিনি এবং তাকে সাহায্য করি। (এখন আমার পরিস্থিতি এমন যে আমি একটা জিনিস খুব করে চাইছি যেটা আমি হারিয়েই ফেলেছি বলতে গেলে কোনো পথ দেখছি না কিন্তু তবুও তাকে চাইছি)