আসসালামু আলাইকুম,
আমার আম্মু ২/৩ দিন আগে স্বপ্নে দেখেছে, আমার আম্মু ও আমার খালা কোনো একটা দোকানে কেনাকাটা করছে এরপর সেখানে একটা সাপ আসলো.....সাপটা আম্মুদের গায়ে বিষ ছুড়ে মারলো......বিষ আম্মুর গায়ে লাগলো.....মুখ দিয়ে ফুয়ারার মতন বিষ দিসে.....আম্মু খুঁজতে লাগলো কি দিলে বিষ নষ্ট হয়ে যাবে? একজন বলল, মেরে ফেলতে.....আম্মু বলল, বিষ আগে নষ্ট করতে হবে।
এই স্বপ্নের তাবির ও পরামর্শ দিয়ে সাহায্য করুন ওস্তাদ। আম্মু দীর্ঘদিন চর্মের সমস্যায় ভুগছে। একদম সুস্থ হচ্ছে না। এত মারাত্মক ভাবে ছড়িয়ে গেছে সব এলার্জির মতন ছোপ ছোপ দাগ। আমার বাবাও অসুস্থ। জাজাকাল্লাহ খইর।