আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
225 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (47 points)
আসসালামু আলাইকুম।  আমি আলহামদুলিল্লাহ পর্দা করার চেষ্টা করি নন-মাহরামদের সামনে। এখন ঘরে মাহরামদের সামনে তো জানি যে ঘোমটা দেয়া লাগেনা। খাবারের সময় কি দেয়া লাগে?

আমার এক আত্মীয় আমাদের বাসায় আসলে আমার মাথায় কাপড় দেয়ার ব্যাপারে খালি কথা তুলে। যেমন খাবার খাওয়ার সময়,ইস্লামিক কথা বলার সময়। এছাড়াও নফল জিনিস নিয়ে খুব বাড়াবাড়ি করে। যেমন- তাহাজ্জুদ পড়তে বলে তার সামনে, দুয়া করার সময় তার সামনে কান্নাকাটি করতে বলে, তারপর অতিরিক্ত হ্যান্ডওয়াশের কথা বলে, ওযু করার সময় তাকিয়ে থাকে কিভাবে করি আর খালি এমনে করো তেমনে করো গড়গড়া করলে আরো জোড়ে করো এমন খালি উপদেশ দিতেই থাকে। যার কারণে আমি ওনার উপর অনেকটা বিরক্ত। মাঝে মধ্যে বুঝে যে আমি বিরক্তবকারন আমি হাইড করতে পারি না। আসলে আম ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলালে আমার ভালো লাগে না৷ এখন আমার তার সাথে কিরূপ আচরণ করা উচিত? কিছু বলতেও পারি না। ওনার কি কোনো অধিকার আছে এতো বাড়াবাড়ি করার? বা আমি কি এগুলা মানতে বাধ্য। সম্পর্কে আমার নিকট আত্মীয় হয়।

1 Answer

0 votes
by (575,580 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


শরীয়তের বিধান অনুযায়ী নারীদের জন্য গায়রে মাহরাম পুরুষদের সামনে মাথা চেহারা,হাত সহ পুরো শরীর ঢেকে রাখা ফরজ। 
নিজ স্বামী ভাই,ইত্যাদি, অন্যান্য মহিলাদের সামনে মাথা ঢেকে রাখা জরুরী নয়।
তাদের সামনে মাথা না ঢাকলে কোনো গুনাহ নেই।

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
   
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٢٤:٣١] 

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। {সূরা নূর-৩০-৩১}
,
আরো জানুনঃ 
,
খাবার খাওয়ার সময়,ইসলামীম কথা বলার সময়েও মাথায় কাপড় দেওয়া জরুরি নয়।
প্রশ্নে উল্লেখিত কিছু কাজ,যেগুলো নফলও নয়,আর কিছু কাজ আছে,যেগুলো নফল। 
এর কোনোটি সম্পর্কেই বাড়াবাড়ি করা যাবেনা।
,
নফল যেগুলো আছে,যেমন তাহাজ্জুদ নামাজ পড়া,    এক্ষেত্রে দাওয়াতের খাতিরে তিনি নরম ভাষায় বুঝাতে পারেন।
তবে কঠোর হওয়া যাবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...