আমি যখন টয়লেট শেষে বদনা দিয়ে পা দোত করি কারন আজ পায়ে নাপাক লেগেছে। যখন বদনা দিয়ে পা ধৌত করি পানি লাফ দিয়ে একটু উপরে উঠে কিন্তুু বদনা তে লাগছে কিনা আমি সিউর না। বদনা কি নাপাক হয়েছে। যেহেতু মাসালা দিয়েছেন আগে সন্দেহের কারনে নাপাক হয় না। তাই আমি যেহেতু সিউর না পানি বদনায় লাগছে কিনা তাই আমি বদনা পাক ধরে নিয়েছি।
২/টয়লেটে শেষে পায়ে বা জুতায় নাপাক লাগে তাই পা সব সময় ধৌত করি কথা হলো তখন সাভাবিক ভাবে পানি চিটকে বদনা বা হাতে লাগতে পারে কথা হলো যদি হাতে লাগে বা বদনায় লাগেও দেখি তখন কি বদনা বা যেখানে লাগচে সেটা নাপাক হয়ে যাবে। আমার তো মনে হয় নাপাক হবার কথা না কারন যে চিটা লাগছে বা পানি লাগছে সেটা তো নাপাক চিটা বা পানি নাও হতে পারে তাই না।