আল্লাহ পাক, রাসুলুল্লাহ সাঃ ইসলাম সম্পর্কে বাজে চিন্তা, কথা গালি মনে বা মাথায় আসতেই থাকে । শিরকি কুফরি নিয়ে অন্যন্য ধর্মের সকল কিছু ধর্মালম্বীদের নিয়ে চিন্তা কথা মনে বা মাথায় আসতেই থাকে। নাপাকি ওযু নিয়ে সন্দেহ মনে আসতেই থাকে। ইনকাম নিয়ে যা আমার অপছন্দের কাজগুলো করার কথা অন্তরে আসে যেমন রিকশা চালানো, সুইপার হওয়া আর অন্তরে বলতেই থাকে যে জামাতে নামাজ পড়তে গেলে এই কাজগুলো করতেই হবে অন্য কাজ করলে পারবিনা আমি জানি যে হালাল যে কোনো কাজ করলেই হলো কিন্তু মন থেকে কোনো ভাবেই সড়াতে পারছিনা।কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ,বা আল্লাহ পাক পরীক্ষা করলে আল্লাহ পাক রাসুল সাঃ ইসলাম নিয়ে মনে মনে রাগ উঠতে চায়, যদি গালি দিলে কাফের না হতো গালি দিতাম নাউজুবিল্লাহ।ইসলাম আল্লাহ পাক রাসুল সাঃ কে নিয়ে এমন কিছু কথা চিন্তা বা যাই হোক মনে বা মাথায় আসে আমার ধারণা ইমান চলে যাবে উপরের বিষয়গুলো যাদের মনে বা মাথায় বা ভিতরে যেখানেই আসুক আসে বা যাই হোক তাদের ইমানে সমস্যা হবে কি