আসসালামু আলাইকুম,
১/ এক বোন স্বপ্নে দেখেছে আমাদের এলাকায় রেইল লাইনের পাশে অনেকগুলো ছোট ছোট কবর আবার বড় কবর। এ কবর যেতে যেতে ঈদগাহ অব্দি চলে গিয়েছে। আর সে ওখানে দাঁড়িয়ে ছিল। পরে এক হুজুর এসে ওকে বলতেছে আপনার হিসাব নিকাশ শুরু হবে। আমলের সময় শেষ। এরকম অনেকটা। ও ওবাক হইসিল আর কষ্ট পাচ্ছিল যে ওর আমলের সময় শেষ। ইত্যাদি। পরে ঘুম ভেংগে যায়।
২/ আরেকজন স্বপ্নে এক বোনকে দেখে যে তাকে দাওয়াত দেয়া নিয়ে টেনশন করছে বিয়েতে। কারণ সুন্নাহমত পরিবেশ দিতে পারবে কিনা। ওই বোনের সাথে কথা হচ্ছেনা কিছুদিন। একটু মনোমালিন্য হয়েছে। আর আসলেই এই অবিবাহিত বোন এটা নিয়ে আগে ভেবেছিল। ভাবতেছিল ওই বোনকে কেন স্বপ্নে দেখতেছে।
জাজাকাল্লাহ খাইরান