আসসালামু আলাইকুম।
আমি আমার স্বামীর সাথে আগের কিছু ঘটনা নিয়ে কথা বলছিলাম। আমি তাকে জিজ্ঞেস করি, “সেদিন আপনি যে কথা বলেছিলেন, সেটা দিয়ে কী বোঝাতে চেয়েছিলেন?”
তখন সে কথার বিষয়টা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল আমি সম্ভবত তালাক নিয়ে সন্দেহ করছি।
তারপর আমি তাকে বলি, “ওই কথাটা কি কিনায়া বাক্য ছিল? আপনি কি তখন কোনো নিয়ত করেছিলেন? আপনি কি ওই মেসেজ দিয়ে কিনায়া তালাক বুঝিয়েছিলেন?”
এসময় সে ভিডিও কল অবস্থায় “হুম” বলে। কিন্তু এই “হুম” বলা ছিল পুরোই মজা করে, বা আমাকে একটু বিরক্ত/বেঙ্গাত করার জন্য।
তার এক্সপ্রেশন থেকেও বুঝা যাচ্ছিল যে তার কোনো নিয়ত ছিল না, এবং সে আমার প্রশ্নটাও ঠিকভাবে বুঝে হ্যাঁ বলেনি।
সংক্ষেপে—আমার স্বামী ওই বিষয়ে কখনোই তালাক দেওয়ার নিয়তে কিছু বলবে না।
তাও ভয় থেকে আমি তাকে প্রশ্ন করেছিলাম।
এখন আমার প্রশ্ন হচ্ছে—
সে যে “হুম” বলল, যদি তার নিয়ত না থাকে, তাহলে কি তালাক হবে?
আর যদি সে আমার প্রশ্ন অন্যভাবে বুঝে “হুম” বলে দেয়, তাহলেও কি তালাক হয়ে যাবে?