আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১। ইহরাম অবস্থায় সুগন্ধি লাগানো নিষেধ। তাহলে যে হাজরে আসওয়াদে চুম্বন করে তাওয়াফ শুরু করার নিয়ম, চুম্বন করলে তো হাজরে আসওয়াদ থেকে সুগন্ধি লেগে যাবে। যদিও একজন মেয়ের জন্য ডিরেক্ট হাজরে আসওয়াদে চুম্বন করা প্রায় অসম্ভব আল্লহু আলাম। তবুও এই বিষয়ে একটু জানতে চাচ্ছি।
২। আর ইহমাম অবস্থায় কাবা ঘর কি একেবারেই ধরা যাবেনা? একদম ইহরাম থেকে হালাল হওয়ার পরে গিয়ে ধরবো? যদি তাওয়াফ শেষ করেই কাবা ঘরকে ধরে দোয়া করি তাহলে কি ইহরাম ভঙ্গ হয়ে যাবে?
৩। ইহরাম অবস্থায়, ইহরামের কাপড় যদি অসাবধানতা বসত পেশাবের ছিটা পরে যায়। তাহলে কি ইহরামের কাপড় চেঞ্জ করা যাবে? এতে ইহরাম ভঙ্গ হবে কি না না?