ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আনাস ইবনে মালেক রাযি থেকে বর্ণিত,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ، قَطَعَ اللَّه ُمِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ»
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ যে ব্যক্তি তার ওয়ারিছদেরকে মিরাছ প্রদান থেকে পলায়ন করবে(তথা-ওয়ারিছদেরকে মিরাছ থেকে বঞ্চিত করবে)আল্লাহ তা'আলা ক্বিয়ামতের দিন তাকে জান্নাতের মিরাছ থেকে বঞ্চিত করবেন। (সুনানে ইবনে মাজাহ-২৭০৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/7754
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যদি হাভভাব দখে মনে হয় যে বাবার মৃত্যুর পর চাচাতো ভাইয়েরা আপনাদেরকে বাসা থেকে বের করে দিবে, তাহলে আপনাদের নামে বাসা লিখে দেওযার জন্য আপনার বাবার কোনো গোনাহ হবে না।
(২) পর্দা তো অবশ্যই লঙ্গন হচ্ছে। আপনার প্রতি পরামর্শ থাকবে, পরিপূর্ণ পর্দা করে প্রেজেন্টেশন দিবেন। জরুরতের দরুণ যেহেতু এমনটা করছেন, তাই গোনাহ হবে না।
(৪) মাহরামকে সাথে নিয়েই যাবেন। সম্ভব না হলে তখন নেককার মহিলাদের জামাতের সাথেই যাবেন।
(৫) জ্বী, প্রশ্নের বিবরণমতে ঐভাবে দু'আ করতে পারবেন।