আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
আসসালামু আলাইকুম
১.আমরা দুই বোন,ভাই নাই।তাই আব্বু আমার আর আমার বোনের নামে যেটুকু জায়গা জমি আছে লিখে দিছেন।আম্মুর নামে বাড়ি লিখে দিছেন।আব্বুরা ৩ ভাই।শুধু বড় আব্বার এক ছেলে।অন্য চাচারও দুই মেয়ে।উনিও সেইম কাজ করবেন।এক্ষেত্রে  তো হক্ব নষ্টের গুনাহ হবে।আর আমি যতদূর জানি এটা নাজায়েজ। এখন করণীয় কি?(বড় আব্বাদের সাথে সম্পর্ক ভালো। কিন্তু এমন অনেক পরিস্থিতি সামনে এসেছে যে আবার বাবার মনে হয়েছে যে সে মারা গেলে আমাদের বাসা থেকেই তার ভাই ভাতিজারা বের করে দিবে।আমার ফুফুরা আর আশেপাশের কিছু মানুষ যারা আমাদের ভালো চায় তারা জমি লিখে দিতে বলেছে আব্বুকে)

২.ভার্সিটিতে পর্দা নিয়ে সমস্যা হচ্ছেনা।কিন্তু কন্ঠের পর্দা হচ্ছে না।প্রেজেন্টেশন দেয়ার ক্ষেত্রে ভালো করেই দিতে হয় ওখানে মার্ক আছে তাই।এখন আমার স্কলারশিপ আছে।মার্ক কম পেলে স্কলারশিপ চলে যাবে।তাই আমি চাইলেও এটা বাদ দিতে পারছি না। ভালো ভাবেই প্রেজেন্টেশন দিতে হচ্ছে ফুল ক্লাসের সামনে।এতে কি পর্দা নষ্টের গুনাহ হবে?পর্দা কেটে যাবে?করণীয় কি?

৪.ঢাকা থেকে বাসা যাওয়ার ক্ষেত্রে আব্বু এসে নিয়ে যাওয়া কষ্টকর আর্থিক শারীরিক সব দিক দিয়েই।আমি কি আমার মেয়ে ফ্রেন্ড এর সাথে বাসা ব্যাক করতে পারব?আবার বাসা  থেকে ঢাকা আসতে পারব?নাকি মাহরাম কাউকেই লাগবে?বাসা সফর দূরত্বের বেশি।
৫."হে আল্লাহ,আমাকে এমন পরিমাণ সম্পদ দাও যাতে আমি যখন ইচ্ছা হজ উমরা করতে পারি,বিশ্বভ্রমণ করতে পারি পরিবারসহ,ফ্রেন্ড আত্মীয়দের যখন যা ইচ্ছা গিফট করতে পারি,নিজের এবং ফ্যামিলির জন্য যখন যা ইচ্ছা কিনতে পারি,খুশিমত দান সাদাকাহ করতে পারি,যাকাত দিতে পারি,দ্বীন, দুনিয়া আখিরাতের কল্যাণের সাথে আর আমার সম্পদকে আমার ফিতনার কারণ বানিও না।"
এভাবে দু'আ করাটা কি উচ্চাভিলাষী মানুষের লক্ষণ?এভাবে দু'আ যারা করে তারা কি লোভী ?
আর আমি নিজের জন্য তেমন কিছু কিনিনা।কিন্তু আত্মীয় আর ফ্রেন্ডদের গিফট দিতে পছন্দ করি।অবশ্যই ধারদেনা করে দেই না।আমার কাছে যা থাকে তার মধ্যেই সামর্থ্য অনুযায়ী দেই।এটা কি খারাপ কিছু?এভাবে গিফট করা কি অনুচিত? কোনো সাহাবী বা আলেম ওলামা নাকি এভাবে করে গিফট দেয়না কাউকে?এটা কতটুকু সত্য? আমার এই দু'আ আর  এই গিফট দেয়ার অভ্যাস কি চেঞ্জ করা উচিত? এসব কি বিলাসিতার মধ্যে পড়ে?লাক্সারিয়াস চিন্তাভাবনা থেকে কি এমন দু'আ আসে?
সাজিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আশা করি সবাই সবার মতামত জানাবেন।আমার ভুল থাকলে শুধরে নেয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ।

1 Answer

0 votes
by (741,060 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আনাস ইবনে মালেক রাযি থেকে বর্ণিত,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ، قَطَعَ اللَّه ُمِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ»
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ যে ব্যক্তি তার ওয়ারিছদেরকে মিরাছ প্রদান থেকে পলায়ন করবে(তথা-ওয়ারিছদেরকে মিরাছ থেকে বঞ্চিত করবে)আল্লাহ তা'আলা ক্বিয়ামতের দিন তাকে জান্নাতের মিরাছ থেকে বঞ্চিত করবেন। (সুনানে ইবনে মাজাহ-২৭০৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7754

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যদি হাভভাব দখে মনে হয় যে বাবার মৃত্যুর পর চাচাতো ভাইয়েরা আপনাদেরকে বাসা থেকে বের করে দিবে, তাহলে আপনাদের নামে বাসা লিখে দেওযার জন্য আপনার বাবার কোনো গোনাহ হবে না।

(২) পর্দা তো অবশ্যই লঙ্গন হচ্ছে। আপনার প্রতি পরামর্শ থাকবে, পরিপূর্ণ পর্দা করে প্রেজেন্টেশন দিবেন। জরুরতের দরুণ যেহেতু এমনটা করছেন, তাই গোনাহ হবে না।

(৪) মাহরামকে সাথে নিয়েই যাবেন। সম্ভব না হলে তখন নেককার মহিলাদের জামাতের সাথেই যাবেন।

(৫) জ্বী, প্রশ্নের বিবরণমতে ঐভাবে দু'আ করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...