ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভাগ্য তথা তাকদীর দুই প্রকার। যথা-
(১) তাকদীরে মুবরাম।
(২)তাকদীরে মুআল্লাক।
তাকদীরে মুবরাম কখনোই পরিবর্তন হয় না।
আর তাকদীরে মুআল্লাক বান্দার আমল, দুআ ইত্যাদির মাধ্যমে পরিবর্তিত হয়।(এগুলো বান্দা হিসেবে,আল্লাহর ইলম হিসেবে সবগুলোই তাকদীরে মুবরাম)
اعلم أن للہ تعالی في خلقہ قضائین مبرماً ومعلقاً بفعلٍ کما قال: إن فعل الشيء الفلاني کان کذا وکذا، وإن لم یفعلہ فلایکون کذا وکذا․․․․․ وأما القضاء المبرم فہو عبادة عما قدرہ سبحانہ في الأزَل من غیر أن یعلقہ بفعل الخ (مرقاة، رقم الحدیث: ۵۷۵۰، باب فضائل سید المرسلین)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"কার সাথে বিয়ে হবে" এটা বান্দা হিসেবে যদিও তাকদীরে মু'আল্লক।তবে আল্লাহর ইলম হিসেবে তাকদীরে মুবরাম যা কখনো পরিবর্তনযোগ্য নয়।