আসসালামু আলাইকুম। আমি স্বামী সহ স্বামীর চাকরির সুবাদে ঢাকা ক্যান্টনমেন্ট এ থাকি (সরকারি মেসে থাকি- স্বানীর চাকরিতে বদলি হলে আবার জায়গা পরিবর্তন হবে ইনশা আল্লাহ) আমার শ্বশুর বাড়ি কুমিল্লায়, সেখানে আমাদের নিজস্ব বিল্ডিং এ শ্বশুর শাশুড়ী থাকেন। এখন আমি ১৫ দিনের কম সময়ের জন্য সেখানে বেড়াতে গেলে কি কসরের নামাজ হবে? নাকি সেটা ওয়াতনে আসলি হিসেবে গন্য হবে? নাকি তাদের গ্রামের বাড়ি (কুমিল্লা বুড়িচং) ওয়াতনে আসলি হিসেবে গন্য হবে?
নোয়াখালী আমার বাবার বাসা। আমি যদি ঢাকা থেকে কুমিল্লা এসে ২ দিন থেকে এরপর নোয়াখালী আসি সেক্ষেত্রে আমি মুসাফির হবো? (১৫ দিনের কম সময়ের জন্য আসলে) (কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নোয়াখালী আমার বাসা ৭৮ কিলোর কম) কিন্তু আমি ত মেইনলি ঢাকা থেকে এসেছিলাম, তাহলে কি আমি মুসাফির হবো?