আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি স্বপ্নে দেখেছি কোনো একটা এপ বা ওয়েবসাইটের মতো, সেখানে আমি যেটাই সিলেক্ট করছি সেটাই বাস্তবে হাতে পেয়ে যাচ্ছি। যেমন রান্নার ফ্রাইপ্যান বা এজাতীয় কিছু একটা সিলেক্ট করেছি আর সাথে সাথে সেটা বাস্তবে আমার হাতে এসে পরেছে। এটা দেখে আমি আর আমার আম্মু খুব খুশি হয়েছি।
এরপর দেখলাম একটা দোকানের মতো জায়গায় গিয়েছি, সেখানে আমাকে ফ্রিতেই অনেক মিষ্টি খাওয়াচ্ছে। আমি আমার আম্মুর জন্যেও একটা বক্সে করে কিছু মিষ্টি নিয়েছি। আম্মুর জন্য যেগুলো নিতে চেয়েছি তারমধ্যে একটা মিষ্টি নিলে অন্যদের নাকি শর্ট পড়বে, তাই সেটা নিতে দেয়নি। কিন্তু অন্য আরও মিষ্টি আমি আম্মুর জন্য নিয়েছি।
এই স্বপ্নের কি কোনো ব্যাখ্যা আছে? দয়া করে জানাবেন।
উল্লেখ্য যে আমি অবিবাহিতা, বিয়ের জন্য চেষ্টা করছি কিন্তু কোনো প্রস্তাবই আসছে না বা আমরা প্রস্তাব দিলে সেটাও আগাচ্ছেনা। আর আমার বাবা মৃত এবং কোনো ভাই না থাকায় আমি আমার বিবাহ পরবর্তী সময়ে আমার আম্মুর একা থাকা বা আম্মুর ভরণপোষণের ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত।