আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
১) কাল ঘুমের মধ্যে আমি ছোট ছোট অনেকগুলো কেটে কুটে রাখা তেলাপিয়া মাছ ধোঁয়ার প্রস্তুতি নিচ্ছি। এটা দিয়ে কি বুঝাচ্ছে?
২)আমি ওয়াসওয়াসা রোগী কি না দয়া করে একবার জানাবেন উস্তাদ। আমি খুব পেরেশানি তে আছি আমাকে একটু দয়া করুন।
আমি হুটহাট রেগে গেলে একটা বাজে শব্দ উচ্চারণ করতাম। একদিন পবিত্রতা নিয়ে অন্য দিন নামাজ নিয়ে বলে ফেলেছি। এভাবে বললে যে মানুষ কাফের হয়ে যাবে তা আমি জানতাম না। আর ওগুলো ইচ্ছা কৃত নাকি অনিচ্ছায় বলেছি সেটা আমার মনে নেই কারণ তখন আমি এগুলোর বিষয়ে জানতাম না তাই গুরুত্ব ও দেই নি। একদিন পবিত্রতা নিয়ে যখন বাজে কথা বলে ফেলেছি সেদিন যখন মনে পরে আমি বাজে কথা বলে ফেলেছি পবিত্রতা নিয়ে তখন আল্লাহর কাছে তওবা করি। আমি রাগের বশে বলে ফেলেছি তখন আমার মাথায় চলে আসে স্বামী স্ত্রী কেউ কুফুরি কাজ করলে বিবাহ ভঙ্গ হয়। সেদিন আই ফতোয়া তে এগুলো ঘাটাঘাটি করে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পরেছিলাম এর পর থেকে আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করছি কিন্তু এখন একটার পর একটা চিন্তা লেগেই থাকে। আল্লাহ, নবীজি, নামাজ সব নিয়ে গালিগালাজ চলে আসে। আমি এখন সর্বোচ্চ চেষ্টা করি আর কোনো বাজে শব্দ যেন না উচ্চারণ করি কিন্তু আমার মাথায় শুধু গালিগালাজ চলে আসে। যখন মাথায় বাজে চিন্তা আসে তখন কিছুক্ষণ পর ভয় পেয়ে যাই এগুলো আমার মনে মনে চলে আসছে নাকি মুখে উচ্চারণ করে ফেলেছি। তখন আমি মানসিক ভাবে ভেঙে পরি আমি মুখে বলেছি নাকি মনের মধ্যে ওই কথা গুলো সীমাবদ্ধ ছিল তা নির্ণয় করতে পারিনা। এখন কোনো কথা বলতে গেলেই আমি ভয় পাই। বাজে চিন্তা আসলে ঠোঁট একটু খোলা থাকলেই আমার চিন্তা বেড়ে যায়। আমি জানিনা এগুলো সত্যি নাকি ওয়াসওয়াসা। আমাকে একবার বলে দিন প্লিজ আমার মধ্যে ওয়াসওয়াসা সমস্যা আছে কি না?? আমি অজ্ঞ তা বশত নামাজ,পবিত্রতা নিয়ে যে বাজে কথা বলে ফেলেছি এর জন্য আমার ঈমানে সমস্যা হবে কি না?? আমি না জেনে বলে ফেলেছি। একবার দয়া করে আমাকে উত্তর দিয়ে সাহায্য করুন প্লিজ উস্তাদ।