১.আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন স্ত্রী যদি বলে তালাক দাও। ধরেন কয়েকবার বললে এক দিনে বা এমনিতে বিয়ে হওয়া পর্যন্ত।স্বামী কোনদিন না দিয়ে ওয়াদা বুঝালে যেমন আচ্ছা দিব/আচ্ছা /দিব ইত্যাদি বললে কি বৈবাহিক কোন সমস্যা হয়??????
২.কোন মানুষ যদি ভুলে যায় কোনদিন তালাকের মত কিছু হয়েছে কিনা। স্ত্রীও ধরেন ভুলে গেল আর স্বামীর ও ধরেন মনে নাই।এক্ষেত্রে কিছু জিজ্ঞেস না করে সংসার করলে কি কোন গুণাহ হবে??ধরেন স্ত্রী যতটুকু মাথায় আসছে বা বুঝছে ততটুকু নিয়ে সংসার করে গেলে? আর স্বামীর বেলায় ও?
৩.ধরেন স্ত্রী তালাক চাইলে স্বামী যদি বলে আচ্ছা। কিন্তু এসব দ্বারা কিছু হবে কিনা কেও জানে না।এমন কয়েকবার ও হয়েছে ধরেন।পরে স্বামী এমনিতে যদি বলে কোনোদন তালাকের নিয়তে কিছু বলে নি তাহলে কি কোন সমস্যা হয়? এই সাইটে দেখা হয়েছে স্ত্রী তালাক চাইলে স্বামী আচ্ছা বললে আচ্ছা বলাটা যদি তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে তাহলে হয়, নয়ত হয় না মানে তালাক হয় না।তাই জানার জন্য প্রশ্ন।