আসসালামু আলাইকুম, আমার আপন খালা ব্যাংকে চাকরি করেন সুদে যুক্ত, তাদের ইনকাম ভাড়া ব্যবসাও আছে সেটাও হারাম টাকায় করা, ভাড়ার ইনকাম+ব্যাংকের ইনকাম দিয়ে খাওয়া দাওয়া করেন ওনারা। আমি প্রায় ২-৩ বছর তাদের বাড়িতে যাইনি হারাম খাবার খাওয়া, এসব নিয়ে। তাদের আমাদের বাড়িতে দাওয়াত দিই কিন্তু তারা দাওয়াত দিলে আমি যাই না। প্রতিনিয়ত আমাকে আসতে বলে, আমিও তাদের বুঝিয়েছি ব্যাংকের ইনকাম হারাম, সুদি ইনকাম এসব নিয়ে, কিন্তু বুঝতে চায় না। আল্লাহ তায়ালা আমার খালাকে হেদায়েত দান করুন। আমাও কষ্ট লাগে তাদের সাথে গিয়ে দেখা করি না, দাওয়াত দিলে যাই না, বিয়ে করেছি একবারও বউকে নিয়ে যাইনি, এসব নিয়েও তারা কষ্ট পান । হারাম খাবার খেলে তো অন্তর মরে যায়, দাগ পড়ে যায় আমি সবই জানি৷
আমি কি করতে পারি, কিভাবে যেতে পারি জানাবেন ইংশাআল্লাহ।