আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
ওস্তাদ, আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চাই। আমার স্ত্রী বর্তমানে ৬ সপ্তাহের গর্ভবতী, আলহামদুলিল্লাহ। ইন শা আল্লাহ, আমাদের প্রথম সন্তান দুনিয়ায় আসবে। এই সময়টায় কিছু ইসলামিক দিকনির্দেশনা জানতে চাচ্ছি -
১) এই অবস্থায় শারীরিকভাবে খুব দুর্বল থাকে, এ অবস্থায় তিনি কিভাবে নামাজ আদায় করবেন?
২) পুরো গর্ভাবস্থায় নামাজ পড়া কি ফরয থাকবে?
৩) গর্ভাবস্থার পুরো সময়টা একজন মুসলিম নারী কিভাবে কাটাবে? কী ধরনের আমল বা দোয়া করা উত্তম?
৪) গর্ভাবস্থায় যেন মা ও বাচ্চা নিরাপদ থাকে এবং কারো নজর না লাগে এর জন্য কী কী আমল করা উচিত?
৫) গর্ভাবস্থায় রোজা রাখা কি জরুরি, নাকি পরে কাজা করতে পারবে?
৬) একজন মুসলিম নারী হিসেবে ইসলামের আলোকে গর্ভাবস্থায় কী কী করা উচিত এবং কী কী করা উচিত না?
৭) সুস্থ, স্বাভাবিক ও নেক সন্তান লাভের জন্য কিছু আমল বা দোয়া শিখিয়ে দিন ওস্তাদ।
জাযাকাল্লাহু খাইরান