আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষের যখন মাজহাব নিয়ে বিস্তারিত তেমন ধারণা ছিল না।হঠাৎ কিছু ভিডিও মানে কেনায়া শব্দ দ্বারাও তালাক হয় এটা জেনে পুরো মানে হাবাগোবা হয়ে যাওয়ার মত অবস্থা হয়।সে ধরেন আহলে হাদিস মৌলবি থেকে মাসআলা জানতে প্রশ্ন করছে।কিন্তু পরে ঠিকি হানাফি মাজহাব ফলো করে মাসআলা গ্রহণ করেছে।।প্রশ্ন জানতে চাওয়াতে কি গুণাহ হবে?কোথায় কি কি পার্থক্য সেসব নিয়ে তখন তার তেমন একটা ধারণা ছিল না।