আমি জীবনে প্রথমবারের মতো কাবা স্বপ্নে দেখি৷ প্রথমে দূর থেকে দেখি। কাবাতে চোখ পড়ার সাথে সাথে আমি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার দুআ করেছি৷ এরপর খুব কাছে গিয়ে কাবার দিকে তাকিয়ে ছিলাম। সম্ভবত নামাজও পড়েছিলাম। অনেক বেশি আনন্দিত, খুশি ছিলাম আমি।
গত রমাদান থেকেই প্রতিদিন বায়তুল্লাহ যাওয়ার দুআ করি। প্রতিদিন কাবার ছবি দেখি। এই স্বপ্নটা কি কাবা নিয়ে অতিরিক্ত কল্পনার কারণে দেখা? না আল্লাহর পক্ষ থেকে ধরে নিবো?
(আমি অবিবাহিত)
কিছুদিন আগে একজন পরিচিত পুরুষকে স্বপ্নে দেখি। ওনার সাথে আমার বিয়ের কথা হয়েছিলো। তবে আর আগায়নি। অনেক মাস পর এসে কদিন আগে স্বপ্নে দেখি,ওনি আমাকে লাল শাড়ি উপহার দিচ্ছেন। আর আমি হাসিমুখে সেটা হাতে নিচ্ছিলাম।